বাংলা সাহিত্যে আধুনিক যুগের সূচনাকারী মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কবির জন্মস্থান সাগরদাঁড়ি তে বর্ণিল উদ্বোধন হলো মধুমেলা ২০১৭ এর। উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইসমাত আরা সাদেক, এমপি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আবদুস সামাদ, বিভাগীয় কমিশনার, খুলনা, জনাব রুনা লায়লা, সভাপতি, জেলা মহিলা ক্রীড়া সংস্থা, জনাব মো: আনিসুর রহমান, পুলিশ সুপার, যশোর ও জনাব আহমেদ কবীর, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, যশোর। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব মো: পারভেজ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), যশোর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মো: হুমায়ুন কবীর, জেলা প্রশাসক, যশোর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস