Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
বিজ্ঞপ্তিঃ “আমার চোখে বঙ্গবন্ধু” বিষয়ে উপজেলা পর্যায়ে এক মিনিটব্যাপী ভিডিও চিত্র তৈরি করার প্রতিযোগিতা আয়োজন সংক্রান্ত
Details

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবন ও দর্শনকে উপজীব্য করে “আমার চোখে বঙ্গবন্ধু” বিষয়ে এক মিনিট ব্যাপী ভিডিও চিত্র করার প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। ছাত্র-ছাত্রীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ব্যক্তি ও শিক্ষা জীবন, রাজনৈতিক জীবন, স্বাধীনতা সংগ্রামে তাঁর আত্মত্যাগ, সোনার বাংলা বিনির্মাণে তাঁর চেতনা ও দর্শন, আন্তর্জাতিক ক্ষেত্রে তাঁর ভাবমূর্তি এবং শোকাবহ ১৫ আগস্ট সম্পর্কে ধারনা লাভ করতে পারবে । 

উপজেলার সকল স্কুল কলেজ ও তদুর্ধ্ব পর্যায়ের ছাত্র/ছাত্রীদের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলঃ তিনটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। গ্রুপ কঃ প্রাথমিক ও সমপর্যায়; গ্রুপ খঃ মাধ্যমিক ও সমপর্যায়; গ্রুপ গঃ উচ্চ মাধ্যমিক ও সমপর্যায় এবং তদুর্ধ্ব।

প্রতিযোগিতার নিয়মাবলী

১) ভিডিওটি প্রস্তুত করে মেইল/পেনড্রাইভ/ড্রাইভ লিংকের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার, কেশবপুর, যশোর  এর নিকট আগামী ১৬ জুলাই ২০২৩ তারিখের মধ্যে প্রেরণ করতে হবে। তবে এক্ষেত্রে ড্রাইভ লিংকের এক্সেস পাবলিক ডিউ থাকতে হবে। ইমেইলঃ doictkeshabpur@gmail.com ;

২) ভিডিও ধারণের ক্ষেত্রে যেকোন মোবাইল ফোন বা ক্যামেরা নির্বাচন করা যেতে পারে;  

৩) মোবাইলে ভিডিও ধারণের ক্ষেত্রে আড়াআড়িভাবে (১৬:০৯ অনুপাত) ব্যবহার করতে হবে ;

৪) ভিডিও ধারণের সময় ট্রাইপড বা স্ট্যান্ড ব্যবহার করলে সুবিধাজনক হবে;

 ৫) ভিডিও ধারণের সময় অপ্রয়োজনীয় শব্দ (নয়েজ) সম্পাদনার সময় বাদ দিতে হবে;

 ৬) ভিডিওতে বক্তব্য স্পষ্ট হতে হবে;

 ৭) কপিরাইট রয়েছে এমন ভিডিও বা অডিও ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে;

 ৮) ভিডিওটির  ব্যাপ্তি সর্বোচ্চ ১ মিনিট হতে হবে;

 ৯) ভিডিও সম্পাদনার সময় লক্ষ্য রাখতে হবে যেন দর্শকের দৃষ্টিকোণ থেকে যথাযথভাবে ভিডিওটি উপস্থাপিত হয়;

 ১০) ভিডিও’র মধ্যে প্রতিযোগীর নাম, শ্রেণি, প্রতিষ্ঠানের নাম, উপজেলার নাম ও মোবাইল নম্বর দিতে হবে;

 ১১) ভিডিও নির্মাণ সংক্রান্ত যেকোন পরামর্শ বা সহযোগিতা পেতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যোগাযোগ করা যেতে পারে। যোগাযোগের নম্বরঃ ০১৮৭৭১০০২০০ (উপজেলা নির্বাহী অফিসার) ও ০১৭৩৭২৭৮১৭২ (সহকারী প্রোগ্রামার);  

Publish Date
04/07/2023
Archieve Date
20/07/2023