Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কার্যবিবরণী ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

জুলাই/২০১৩ মাসে অনুষ্ঠিত কেশবপুর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভার কার্যবিবরণীঃ

 

সভাপতি  ঃ   এইচ এম আমির হোসেন

                 উপজেলা পরিষদ চেয়ারম্যান

                 কেশবপুর, যশোর।

 

সভার তারিখঃ ৩০-০৭-২০১৩ খ্রিঃ।

 

সময়        ঃ  বিকাল  ০৪-০০ ঘটিকা।

 

স্থান         ঃ উপজেলা পরিষদ সভাকক্ষ, কেশবপুর, যশোর।

 

উপস্থিত সদস্যবৃন্দঃ হাজিরা খাতায় সংরÿÿত।

 

সভার শুরম্নতে সভাপতি উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় উপজেলা নির্বাহী অফিসার, ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাসহ উপস্থিত সকলকে সালাম ও স্বাগত জানান। অত:পর গত মাসের সভার কার্য বিবরণী দৃঢ়করনের বিষয়ে উপস্থিত সদস্যদের মতামত আহবান করা হয়। সকল আলোচনা ও সিদ্ধামত্ম মোতাবেক কার্য বিবরনী প্রস্ত্তত হওয়ায় গত সভার কার্যবিবরনী সর্বসম্মতভাবে অনুমোদিত ও গৃহীত  হয় ।

অতঃপর আলোচ্যসূচী অনুযায়ী সভায় আলোচনার প্রেÿÿতে সভাপতি কর্তৃক প্রদত্ত সিদ্ধামত্ম ও বাসত্মবায়নের বিষয়গুলো নিমণরম্নপ:

 

আলোচ্য সূচীঃ ২ঃ বিভাগীয় আলোচনা ও সিদ্ধামত্ম গ্রহণঃ

ক্রঃ

বিবরণ

সিদ্ধামত্মত্ম

বাসত্মবায়ন

স্বাস্থ্য বিভাগঃ

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  জানান যে, বিভাগীয় কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে। তিনি জানান এ মাসে বহিঃ বিভাগে-৩৭৯৫ জন, আমত্মঃ বিভাগে-১৩৫৭ জন, জরম্নরী বিভাগে-২৯৫ জন, বিষপানের চিকিৎসা-২৯ জন, ডেলিভারী-১১ জন, অপারেশন- ৫৩ জন, ডায়রিয়া চিকিৎসা-১৮৩ জন, এ,আর,আই রোগী-১০৯ জন, এক্স-রে বিভাগে-৪৯ জন রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। বিভিন্ন কারণে ৮ জন রোগী হাসপাতালে মারা গেছে। তিনি জানান সেবার মান উন্নত করা হয়েছে। কর্মরত ডাক্তাররা নিয়মিত রোগী দেখছেন। তিনি সকলের সহযোগিতা কামনা কজরেন।

সেবার মান আরো উন্নত করতে হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা । 

কৃষি বিভাগঃ

উপজেলা কৃষি অফিসার জানান যে, জানান যে,  বিভাগীয় কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে। বর্তমান খরিপ-২/২০১৩-১৪ মৌসুমে রোপা আমন আবাদেও লÿ্যমাত্রা ধরা হয়েছে ৯২৫২ হেঃ ( হাইব্রিড, উফশী, স্থানীয় জাত) এখ নপর্যমত্ম প্রায় ৪৫০০ হেঃ জমিতে রোপা আমন ধানের চাষ হয়েচে। রোপনের কাজ চরছে। চাষীদের রোপা আমন ধানের জমিতে সুষম মাত্রায় সার প্রয়োগ অন্যান্য পরিচর্যার জন্য পরামর্শ প্রদান করা হচ্ছে। কীটনাশকের ব্যবহার কমিয়ে ধানের রোগ/পোকা দমনের জন্য ক্সেতে ডালপালা পোতার জন্য চাষীদের পরামর্শ প্রদান করা হচ্ছে। দৈঞ্চার চারা ধৈঞ্চার চারা ধান ÿÿতে  রোপন কওে লাইভ পার্চিং এর কাজ চলছে। বিগত বছরের তুলনায় এ বছর রোপা আমন ধানের আবাদ বাড়ানোর জন্য চাষীদেও উদ্ধুদ্ধ করার কাজ চলছে। খরিপ-১/২০১২-১৩ মৌসুমে বপনকৃত ধৈঞ্চার চারা (৪৫-৫০) দিনে চাষ দিয়ে মাটিতে মিশায়ে জৈব সারের পরিমাণ বাড়ানোর উৎসাহ প্রদান সহ অন্যান্য পরামর্শ প্রদান করা হচ্ছে। আঁশের মান উন্নয়ন ও অল্প জায়গায় অধিক পরিমানে পাট পচনের জন্য কৃষকদের উদ্ধুদ্ধ করে রিবনার ব্যবহার করার জন্য স্ব স্ব এলাকায় এসএ্ও গন কৃষকদের পরামর্শ প্রদান করে যাচ্ছে। এ উদ্দেশ্যে ইউনিয়নের বিভিন্ন জায়গায় রিবনার স্থাপনসহ মিনি পুকুর খনন করা হচ্ছে।  প্রতি বছরের ন্যায় এ বছরও বৃÿমেলা উদযাপন করা হবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

কৃষি উৎপাদন বৃদ্ধিতে তদারকি বৃদ্ধি করতে হবে ।

উপজেলা কৃষি অফিসার, কেশবপুর, যশোর।

মৎস্য বিভাগঃ  উপজেলা মৎস্য অফিসার জানান যে, বিভাগীয় কার্যক্রম সুষ্টুভাবে চলছে।

দাপ্তরিক কাজকর্ম আরো বেগবান করতে হবে

উপজেলা মৎস্য অফিসার, কেশবপুর, যশোর।

প্রাণিসম্পদ বিভাগঃ

উপজেলা প্রাণিসম্পদ অফিসার জানান যে, বিভাগীয় কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে। তিনি জানান জুন/১৩ মাসে গবাদি প্রাণির টিকা সরবরাহ না থাকায় টিকা প্রদান সম্ভব হয় নি। জুলাই/১৩ মাসে গবাদী প্রাণির চিকিৎসা  প্রদান করা হয়েছে ৮০৪ টি।  হাঁস-মুরগীর টিকা-৩১,০৭০ টি।  কৃত্রিম প্রজনন এর সংখ্যা-৪৫৭ টি এবং বাচ্চা জন্মের সংখ্যা ৩১৩ টি। ঘাসের কাটিং বিতরণ হয়েছে ২০০০ টি। চিকিৎসা সেবার মান উন্নত করা হয়েছে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।  

 সেবার মান আরো উন্নত করতে হবে।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার, কেশবপুর, যশোর।

 

 

2

পরিবার পরিকল্পনা বিভাগঃ

উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জানান যে, বিভাগীয় কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে। এ উপজেলায় সÿম দম্পতি-৫৭,৪৩৩ জন, মোট পদ্ধতি গ্রহণ কারী-৪৭,০৬৫ জন, গ্রহণ কারীর হার ৮১.৯৫%। অস্থায়ী পদ্ধতি  মিশ্রণঃ খাবার বড়ি ১৫,৪২৪ (চক্র), কনডম ২১,০০০ (পিস),  ইনজেকশন ২৪৭৩ (ভায়াল) । দীর্ঘমেয়াদী পদ্ধতি-আইইউডি পদ্ধতি ১৮ জন, ইমপস্নান্ট-৪৯ জন। স্থায়ী পদ্ধতি-এনএসভি ২ জন, টিউবেকটমী ১৪ জন।  গর্ভবতীর মোট সংখ্যা ৮৯২ জন, গর্ভোত্তর সেবা ৩২২ জনকে সেবা প্রদান করা হয়েছে। গর্ভবতী মায়ের যত্ন ৮৫১ জন বন্ধ্যা দম্পতিকে পরামর্শ প্রদান করা হয়েছে ২০৫ জনকে। রক্ত স্বল্পতার শিশুর চিকিৎসা-৪০১ জন, আয়োডিন ঘাটতি ২৯৪ জন ছাড়াও অন্যান্য রোগের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। মোট ৫৫৭৯ জন শিশুর সেবা প্রদান করা হয়েছে। চলতি মাসে সাধারণ রোগী ৬৭৯১ জন। নিয়মিত তদারকি করা হচ্ছে।  তিনি জানান সেবার মান আরো বৃদ্ধি করা হয়েছে এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারী সিদ্ধামত্ম বাসত্মবায়নে কাজ চলছে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

দাপ্তরিক কাজ কর্ম আরো বেগবান করতে হবে এবং জনসংখ্যা দিবস যথাযথভাবে পালন করতে হবে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কেশবপুর, যশোর।

সমাজ সেবা বিভাগঃ

উপজেলা সমাজ সেবা অফিসার জানান যে, বিভাগীয় কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে। তিনি জানান বয়স্কভাতাসহ অন্যান্য ভাতাভোগী সঠিকভাবে বিতরণ কার্যক্রম চলমান আছে।

দাপ্তরিক কাজ কর্ম আরো বেগবান করতে হবে ।

উপজেলা সমাজ সেবা অফিসার, কেশবপুর, যশোর ।

উপজেলা প্রকৌশলী জানান যে, উপজেলা নির্বাহী অফিসার,কেশবপুর, যশোর মহোদয়ের বাসভবনের রান্নাঘর মেরামত ও সংস্কারের অতিরিক্ত কাজের জন্য অতিরিক্ত ব্যয়ের ২,৪৫,০০০/- টাকার এস্টিমেট দাখিল করেন। এ বিষয়ে বিসত্মারিত আলোচনা হয়। কাজটি দ্রম্নত সম্পন্ন করার জন্য নিমণলিখিত প্রকল্প কমিটি গঠন করা হয়।

            ১,০০,০০০/- টাকার কাজের প্রকল্প কমিটি

১। জনাব মো: নূরম্নল ইসলাম, চেয়ারম্যান, ত্রিমোহিনী ইউপি-আহবায়ক

২। জনাব আবু বকর আবু, চেয়ারম্যান, মজিদপুর ইউপি-সদস্য

৩। উপজেলা সমাজ সেবা অফিসার, কেশবপুর, যশোর-সদস্য

৪। জনাব বিশ্বজিৎ দত্ত, সার্টিফিকেট সহঃ, ইউএনও অফিস-সদস্য

৫। উপজেলা প্রকৌশলী,কেশবপুর, যশোর-সদস্য সচিব।

             ১,০০,০০০/- টাকার কাজের প্রকল্প কমিটি

১। জনাব এস এম আলী রেজা, চেয়ারম্যান, গৌরিঘোনা ইউপি-আহবায়ক

২। জনাব মো: মকবুল হোসেন (মুকুল),  চেয়ারম্যান, পাঁজিয়া ইউপি-সদস্য

৩। উপজেলা সমবায় অফিসার, কেশবপুর, যশোর-সদস্য

৪। জনাব সমেত্মাষ কুমার কর্মকার, সিএ, ইউএনও অফিস-সদস্য

৫। উপজেলা প্রকৌশলী,কেশবপুর, যশোর-সদস্য সচিব।

             ৪৫,০০০/- টাকার কাজের প্রকল্প কমিটি

১। জনাব কে এম খলিলুর রহমান, চেয়ারম্যান, বিদ্যানন্দকাটি ইউপি-আহবায়ক

২। জনাব মো: শাহাদৎ হোসেন,  চেয়ারম্যান, সাগরদাড়ী ইউপি-সদস্য

৩। উপজেলা মহিলা বিষয়ক অফিসার, কেশবপুর, যশোর-সদস্য

৪। জনাব মোঃ মাহাবুর রহমান, সাঁট মূদ্রাÿরিক, ইউএনও অফিস-সদস্য

৫। উপজেলা প্রকৌশলী,কেশবপুর, যশোর-সদস্য সচিব।

কমিটিকে রান্নাঘরের অবশিষ্ট কাজ দ্রম্নত সম্পন্ন করার সিদ্ধামত্ম হয় এবং রাজস্ব তহবিল থেকে অর্থ পরিশোধের সিদ্ধামত্ম হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, কেশবপুর, যশোর, সংশিস্নষ্ট কমিটির আহবায়ক ও উপজেলা প্রকৌশলী, কেশবপুর, যশোর ।

উপজেলা প্রকল্প কর্মকর্তা(পলস্নী জীবীকায়ন প্রকল্প)বিআরডিবি, কেশবপুর, যশোর জানান যে, তাঁর বিভাগীয় কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে। ঋণ প্রদান ও আদায়ের হার সমেত্মাষ জনক।

দাপ্তরিক কাজ কর্ম আরো বেগবান করতে হবে ।

উপজেলা প্রকল্প কর্মকর্তা(পলস্নী জীবীকায়ন প্রকল্প), বিআরডিবি, কেশবপুর, যশোর।

মাধ্যমিক শিÿাঃ উপজেলা  শিÿা অফিসার জানান যে, বিভাগীয় কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে। তিনি জানান গ্রীস্মকালীন খেলাধুলা সঠিকভাবে পরিচালনার জন্য অর্থ বরাদ্দ প্রয়োজন। সরকারী ভাবে প্রাপ্ত বরাদ্দ খুবই অপ্রতুল। তিনি রাজস্ব তহবিল থেকে ৫০,০০০/- টাকা অনুদান প্রদানের জন্য সভাপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষন করেন। এ বিষয়ে আলোচনা হয়। খেলাধুলা পরিচালনার জন্য রাজস্ব তহবিল থেকে অর্থ প্রদানের বিষয়ে সকল সদস্য সর্বসম্মতভাবে মতামত ব্যক্ত করেন।

গ্রীষ্মকালীন খেলাধুলা সুষ্টু ও সুন্দরভাবে পরিচালনার জন্য রাজস্ব তহবিল থেকে ৩০,০০০/-টাকা প্রদানের সিদ্ধামত্ম হয়।

উপজেলা মাধ্যমিক শিÿা অফিসার, কেশবপুর, যশোর।

১০

শিÿা বিভাগঃ

 উপজেলা  শিÿা অফিসার জানান যে, বিভাগীয় কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে।

দাপ্তরিক কাজ কর্ম আরো বেগবান করতে হবে।

 উপজেলা শিÿা অফিসার, কেশবপুর, যশোর।

১১

প্রকল্প বাসত্মবায়ন বিভাগঃ  উপজেলা  শিÿা অফিসার জানান যে, বিভাগীয় কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে।

 

দাপ্তরিক কাজ কর্ম আরো বেগবান করতে হবে।

উপজেলা প্রকল্প বাসত্মবায়ন অফিসার, কেশবপুর, যশোর।

১২

যুব উন্নয়ন বিভাগঃ

উপজেলা  যুব উন্নয়ন অফিসার জানান যে, বিভাগীয় কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

দাপ্তরিক কাজ কর্ম আরো বেগবান এবং বিধি মোতাবেক কাজ করতে হবে।

উপজেলা যুব উন্নয়ন অফিসার, কেশবপুর, যশোর

১৩

জনস্বাস্থ্য বিভাগঃ উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য)  জানান যে, বিভাগীয় কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে।

দাপ্তরিক কাজ কর্ম আরো বেগবান এবং বিধি মোতাবেক কাজ করতে হবে।

উপ-সহকারী প্রকৌশলী

( জনস্বাস্থ্য), কেশবপুর, যশোর।

 

3

১৪

মহিলা বিষয়ক বিভাগঃ উপজেলা  মহিলা বিষয়ক অফিসার জানান যে, বিভাগীয় কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে। কেশবপুর উপজেরার ৯ টি ইউনিয়নে ২০১৩-২০১৪ চক্রে ২০৮৩ জন নতুন ভিজিডি উপকারভোগীদেও কাদ্য সহায়তা জুলাই১৩ হতে জুন ১৪ পর্যমত্ম বরাদ্দ পাওয়া গেছে। ইতোমধ্যে জুরাই/১৩ খ্রিঃ মাসের ডিও ইস্যু করা হয়েছে। আশ্রয়ন সেবা সংস্থা ভিজিডি উপকারভোগীদের মাঝে ব্যক্তিগত স্বাস্থ্য  পরিচর্যা কার্যক্রম অব্যাহত আছে। ভিজিডি উপকারভোগীরা উক্ত সংস্থার সহযোগিতায় নিয়মিত সঞ্চয় জমা করছে। তিনি আরও জানান যৌতুক, বাল্যবিবাহ, নারী নির্যাতন প্রতিরোধ কার্যক্রম অব্যহত আছে। মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিÿন কেন্দ্রে ৩০ জনের প্রশিÿন চলছে্ জানুয়ালী/১৩ হতে জুন/১৩ পর্যমত্ম ৬ মাসের মাতৃত্বকালীন ভাতা বিতরণের কাজ চলছে। তিনি সকলের  সহযোগিতা কামনা করেন।

দাপ্তরিক কাজ কর্ম আরো বেগবান এবং বিধি মোতাবেক কাজ করতে হবে।

উপজেলা মহিলা বিষয়ক অফিসার, কেশবপুর, যশোর।

১৫

সমবায় বিভাগঃ উপজেলা  সমবায় অফিসার জানান যে, বিভাগীয় কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে।

দাপ্তরিক কাজ কর্ম আরো বেগবান এবং বিধি মোতাবেক কাজ করতে হবে।

উপজেলা সমবায় অফিসার, কেশবপুর, যশোর।

১৬

পলস্নী উন্নয়ন বিভাগ  ( বিআরডিবি)ঃ উপজেলা  পলস্নী উন্নয়ন অফিসার জানান যে, বিভাগীয় কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে।

 

দাপ্তরিক কাজ কর্ম আরো বেগবান এবং বিধি মোতাবেক কাজ করতে হবে।

উপজেলা পলস্নী উন্নয়ন অফিসার, কেশবপুর, যশোর।

১৭

বন বিভাগঃ ফরেস্টার, উপজেলা বনায়ন কেন্দ্র জানান যে, বিভাগীয় কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে। সভায় উপস্থিত  খুলনা বন্যপ্রানী ব্যবস্থাপনা বিভাগ এর সহকারী বন সংরÿক  জানান যে, কেশবপুর উপজেরা বিভিন্ন গ্রামে বিচারন কারী এবং পৃথিবী থেকে বিলুপ্ত প্রায় কালোমুখো হনুমান রÿার্থে বাংলাদেশ বাংলাদেশ বন বিভাগ এর অধীনে বন্যপ্রাণি সংরÿণে আঞ্চলিক সহযোগিতা জোরদার করন প্রকল্প নামে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে । উক্ত প্রকল্পের আওতায় চলতি অর্থ বছওে ১ম পর্যায়ে ৫০০০ টি এবং ২য় পর্যায়ে আরও ৫০০০ টি হনুমানের খাবার উপযোগী ফলজ, বনজ, ভেষজ, গাছের চারা রোপনের কর্মসূচী গ্রহণ করা হয়েচে। ইতোমধ্যে নিমণলিখিত রাসত্মার পার্শ্বে চারা রোপনের কার্যক্রম মুরম্ন করা হয়েছে।

১। বালিয়াডাঙ্গা বিলস্নালের বাড়ি হতে বালিয়াডাঙ্গা মন্দিরঘাট পর্যমত্ম ।

২। রামচন্দ্রপুর মিরাজের বাড়ি হতে ব্যাসডাঙ্গা ঈদগাহ পর্যমত্ম।

৩। রামচন্দ্রপুর হাফিজিয়া মাদ্রাসা হতে দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয় পর্যমত্ম

৪। মধ্যকুল শহর আলীর বাড়ি হতে আনছার আলীর বাড়ি পর্যমত্ম

৫। মধ্যকুল শুকুর এর বাড়ির সামনে হতে নদীর পাড়।

৬। মধ্যকুল মধ্যপাড়া বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাসত্মা।

তিনি উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এর সহযোগিতা কামনা করেন।

 

দাপ্তরিক কাজ কর্ম আরো বেগবান করতে হবে।

উপজেলা ফরেষ্টার, কেশবপুর, যশোর।

 

আলোচ্য সূচীঃ ৩ঃ উপজেলা পরিষদের কর্মচারী নিয়োগের বাছাই কমিটি গঠনঃ

 

চেয়ারম্যান, উপজেলা পরিষদ জানান যে, উপজেলা পরিষদের সাঁট-মুদ্রাÿরিক কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগের নিমিত্ত বাছাই কমিটি গঠন করা প্রয়োজন। তিনি জানান পদাধিকার বলে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় নিয়োগ কমিটির আহবায়ক থাকবেন। পরিষদ কর্তৃক আরও ০৩ জন কর্মকর্তা মনোনীত করতে হবে। এ বিষয়ে বিসত্মারিত আলোচনা হয়। আলোচনামেত্ম নিমণলিখিত বাছাই কমিটি গঠন করা হয়।

১। উপজেলা নির্বাহী অফিসার, কেশবপুর, যশোর-আহবায়ক

২। উপজেলা প্রাণিসম্পদ অফিসার, কেশবপুর, যশোর-সদস্য

৩। জনাব মোঃ রম্নহুল আমিন, কৃষি সম্প্রসারণ অফিসার, কেশবপুর, যশোর-সদস্য

৪। উপজেলা সমবায় অফিসার,কেশবপুর, যশোর-সদস্য

 

 নিয়োগের  যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে সুপারিশসহ মতামত প্রেরনের সিদ্ধামত্ম হয়।

উপজেলা নির্বাহী অফিসার কেশবপুর, যশোর ও গঠিত কমিটি।

 

আলোচ্য সূচীঃ ৪ঃ বিবিধঃ

 

 

 

 

 

উপজেলা প্রকৌশলী জানান যে, পরিষদের অভ্যমত্মরে গাড়ি রাখা, বাইরের থেকে আসা মটর সাইকেল নিরাপদে রাখার জন্য শেড নির্মাান করা প্রয়োজন। তিনি শেড নির্মানের জন্য সম্ভাব্য =১,০০,০০০/- টাকার এস্টিমেট দাখিল করেন। এস্টিমেট সভায় পাঠ করে শুনান। এতদ বিষয়ে বিসত্মারিত আলোচনা হয়। গাড়ি নিরাপদে রাখার জন্য শেড নির্মানের পÿÿ সকল সদস্য মতামত ব্যক্ত করেন। সর্বসম্মতিক্রমে দাখিলকৃত এস্টিমেট গৃহীত হয় এবং জরম্নরী ভিত্তিতে কাজ বাসত্মবায়নের জন্য নিমণলিখিত কমিটি গঠন করা হয়।

১। জনাব এস এম মনজুর রহমান, চেয়ারম্যান, সুফলাকাটি ইউপি-আহবায়ক

২। জনাব আবু বকর আবু, চেয়ারম্যান, মজিদপুর ইউপি-সদস্য

৩। উপজেলা মাধ্যমিক শিÿা অফিসার, কেশবপুর, যশোর-সদস্য

৪। জনাব বিম্বজিৎ দত্ত, সার্টিফিকেট সহঃ, ইউএনও অফিস-সদস্য

৫। উপজেলা প্রকৌশলী,কেশবপুর, যশোর-সদস্য সচিব।

জরম্নরী ভিত্তিতে শেড নির্মানের কাজ বাসত্মবায়ন করার সিদ্ধামত্ম হয়। 

গঠিত কমিটি।

উপজেলা প্রকৌশলী জানান যে, পরিষদের সভাকÿÿ দীর্ঘদিনের জরাজীর্ণ ও ভাঙ্গা চেয়ার টেবিল ব্যবহার করে  সভার কাজ করতে হয়। পরিষদের সদস্যরা প্রায়ই বিভিন্ন ধরনের আপত্তি করেন। তিনি পরিষদের আসবাবপত্র মেরামত ও নতুন ক্রয়ের জন্য  সম্ভাব্য =১,০০,০০০/- টাকার এস্টিমেট দাখিল করেন। এস্টিমেট সভায় পাঠ করে শুনান। এতদ বিষয়ে বিসত্মারিত আলোচনা হয়। জরাজীর্ন আসবাপত্র মেরামত ও নতুন ক্রয়ের পÿÿ সকল সদস্য মতামত ব্যক্ত করেন। সর্বসম্মতিক্রমে দাখিলকৃত এস্টিমেট গৃহীত হয় এবং জরম্নরী ভিত্তিতে কাজ বাসত্মবায়নের জন্য নিমণলিখিত কমিটি গঠন করা হয়।

১। জনাব মো: মকবুল হোসেন (মুকুল), চেয়ারম্যান, পাঁজিয়া ইউপি-আহবায়ক

২। জনাব মোঃ শাহাদৎ হোসেন, চেয়ারম্যান, সাগরদাঁড়ী ইউপি-সদস্য

৩। উপজেলা শিÿা অফিসার, কেশবপুর, যশোর-সদস্য

৪। জনাব মোঃ মফিজুর রহমান, অফিস সহঃ, ইউএনও অফিস-সদস্য

৫। উপজেলা প্রকৌশলী,কেশবপুর, যশোর-সদস্য সচিব।

জরম্নরী ভিত্তিতে আসবাপত্র ক্রয় ও মেরামতের ব্যবস্থা গ্রহণের  সিদ্ধামত্ম হয়। 

গঠিত কমিটি।

হাট-বাজার উন্নয়নমূলক প্রকল্পঃ

        উপজেলা নির্বাহী অফিসার সভায় জানান যে, ২৫/০৭/২০১৩ খ্রি: তারিখে উপজেলা হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির সভায় সাগরদাড়ী ইউনিয়নের ১ টি প্রকল্প প্রসত্মাব সভায় অনুমোদিত হয়। সাগরদাড়ী ইউনিয়নের প্রকল্প সমূহের বিপরীতে প্রাক্কলন প্রস্ত্তত থাকায় উক্ত ইউপির হাট-বাজার উন্নয়নের ১৫%  এবং ১০% অর্থে নিমণ বর্ণিত প্রকল্প প্রসত্মাব সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়।

 

ক্রঃ নং

ইউপির নাম

প্রসত্মাবিত প্রকল্পের নাম

খাতের নাম

বরাদ্দ

০১.

সাগরদাড়ী

(1)      সাগরদাড়ী বাজারে মাছের চান্দিনা নির্মাণ

১০%

১৫%

= ৩,৫৪,৭৯৩/-

 

২৫/০৭/২০১৩ খ্রি: তারিখের উপজেলা হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির সুপারিশের প্রেÿÿতে এবং সাগরদাড়ী ইউনিয়ন পরিষদ কর্তৃক দাখিলকৃত প্রকল্প প্রসত্মাব এবং প্রকল্প কমিটি অনুমোদিত হয় এবং বিধি মোতাবেক প্রকল্পের অর্থ ব্যয়ের সিদ্ধামত্ম হয়।

উপজেলা নির্বাহী অফিসার, কেশবপুর, যশোর ও উপজেলা প্রকৌশলী, কেশবপুর, যশোর।

চেয়ারম্যান গৌরিগোনা ইউপি জানান যে, কেশবপুর-ভরতভায়না রাসত্মা এবং বুরম্নলী-রিশিপাড়া রাসত্মা ডেবে যাওয়ায় দূর্ঘঠনার আশংকা রয়েছে। তিনি রাসত্মাটি জরম্নরী ভিত্তিতে মেরামত করার জন্য সংশিস্নষ্ট কর্তৃপÿকে অবহিত করার জন্য অনুরোধ করেন।

চেয়ারম্যান, কেশবপুর ইউপি জানান যে, কেশবপুর-ফতেপুর রাসত্মা ডেবে যাওয়ায় চলাচলের জন্য খুবই ঝুকিপূর্ণ। তিনি এ রাসত্মাটি মেরামত করার জন্য সভাপতির দৃষ্টি আকর্ষন করেন। এ বিষয়ে আলোচনা হয়।

জরম্নরী ভিত্তিতে ডেবে যাওয়া রাসত্মা সংস্কার কাজের জন্য সংশিস্নষ্ট কর্তৃপÿকে পত্র প্রেরণের সিদ্ধামত্ম হয়।

উপজেলা প্রকৌশলী, কেশবপুর, যশোর।

উপজেলা নির্বাহী অফিসার,কেশবপুর, যশোর  জানান যে, এ উপজেলার মজিদপুর, বিদ্যানন্দকাটি, কেশবপুর ও গৌরিঘোনা  ইউনিয়ন কাজের স্বীকৃতি স্বরম্নপ এলজিএসপির অতিরিক্ত বরাদ্দ পেয়েছে। এ বিষয়ে আলোচনা হয়।

সংশিস্নষ্ট ইউপির চেয়ারম্যানকে পরিষদের পÿ থেকে ধন্যবাদ জানানোর সিদ্ধামত্ম হয়।

উপজেলা নির্বাহী অফিসার

কেশবপুর, যশোর।

 চেয়ারম্যান , উপজেলা পরিষদ, কেশবপুর, যশোর জানান যে, গত সভার সিদ্ধামত্ম মোতাবেক পরিষদ কার্যালয়ে কিছু মালামাল ক্রয় করা হয়েছে। তিনি জানান জরম্নরী ভিত্তিতে ১ টি ফ্যাক্স মেশিন, ০১ টি ক্যামেরা ও ০১ টি প্রিন্টার ক্রয় করা প্রয়োজন। তিনি জানান সর্বমোট ৪৮,০০০/- টাকা ব্যয় হবে। উক্ত ব্যয় রাজস্ব তহবিল হতে পরিশোধের  অনুমোদন দানের জন্য সদস্য মতামত আহবান করা হয়।  সর্বসম্মতিক্রমে রাজস্ব তহবিল থেকে ব্যয় করে উক্ত মালামাল ক্রয় করার সিদ্ধামত্ম হয়।

রাজস্ব তহবিলের স্থিতি সাপেÿÿ মালামাল ক্রয়ের সিদ্ধামত্ম হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার, কেশবপুর, যশোর।

 

 

 

রাজস্ব তহবিলঃ

ক. উপজেলা পরিষদ চেয়ারম্যান এঁর জুলাই/১৩ মাসের ভ্রমণ বিল বিধি মোতাবেক প্রদানের জন্য অনুমোদন করার অনুরোধ করেন। পরিষদের সিড়িঘর ও নির্বাচন অফিসের সামনের রাসত্মার বাতি ক্রয়-৮৯৬/- টাকা, পবিত্র মাহে রমজানের মাইকিং ও বুড়িভদ্রনিদী থেকে পাটা অপসারণ সংক্রামত্ম মাইকিং-১৩০০/- টাকা, পাম্প মেশিন মেরামত-৭৫৩০/-, গেজেটেড কোয়ার্টারের ১(গ)  বাসার চুনকাম-৯৩৮৩/- টাকা, পরিষদের কম্পিউটার সার্ভিসিং- ২১৯০/- টাকা। এ সকল ব্যয় নিয়ে সভায় বিসত্মারিত আলোচনা হয়। সর্বসম্মতিক্রমে রাজস্ব তহবিল থেকে প্রদানের জন্য ব্যয় অনুমোদিত হয়  ।

ক. বিধি মোতাবেক রাজস্ব তহবিল থেকে প্রদানের সিদ্ধামত্ম গৃহীত হয়।

 

উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার, কেশবপুর, যশোর।

           

 

অত:পর সভাপতি উপস্থিত সকল বিভাগীয় প্রধানদের আমত্মরিকতা, সততা, নিষ্ঠা এবং দূর্নীতিমুক্ত পরিবেশে কাজ করার জন্য অনুরোধ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।

(এইচ,এম আমির হোসেন )

উপজেলা পরিষদ চেয়ারম্যান

সভাপতি

উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা

কেশবপুর, যশোর।

 

 

 

 

 

উপজেলা পরিষদ কার্যালয়

কেশবপুর, যশোর।

 

স্মারক নং-০৫.৬৫৬.০০০.০৩.০০.০১৩.২০১৩-         (৫০)                                                                 তারিখঃ    /   /২০১৩ খ্রিঃ।

 

             অনুলিপি সদয় অবগতির জন্য প্রেরণ করা হলোঃ

 

১। অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব, মাননীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ ও জাতীয় সংসদ সদস্য, ৯০-যশোর-০৬

২। মন্ত্রি পরিষদ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

৩। সচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল­ী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

৪। জেলা প্রশাসক, যশোর।

            অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলোঃ

৫। উপজেলা পরিষদ চেয়ারম্যান, কেশবপুর, যশোর।

৬। ............................................................................................................

৭। উপজেলা .....................................অফিসার, কেশবপুর, যশোর।

৮। চেয়ারম্যান ..........................................ইউপি, কেশবপুর, যশোর।

৯। ...........................................................কেশবপুর, যশোর।

১০। অফিস কপি।

( আবু সায়েদ মোঃ মনজুর আলম )

উপজেলা নির্বাহী অফিসার

কেশবপুর, যশোর।